ইসলামপুরে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু
জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার চিনাডুলি ইউনিয়নের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার চিনাডুলি ইউনিয়নের পূর্ববামনা গ্রামের চাঁন মিয়ার ছেলে মজনু মিয়া (৩৫) ও একই ইউনিয়নের ছানোয়ার হোসেনে ছেলে জিতু মিয়া (১৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের।
স্থানীয়রা জানান, দুপুরে পূর্ব বামনা এলাকায় কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন মজনু মিয়া। বিকাল ৪ টায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই মারা যান। অপর দিকে একই সময়ে বাড়ির পাশে নদীর কিনারায় ঘুরতে যায় জিতু মিয়া। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অনলাইন ডেস্ক