কক্সবাজারে সাগরে নেমে নিখোঁজ কুমিল্লার এক মাদ্রাসাছাত্র
কুমিল্লা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়ে সৈকতে নেমে ঢেউয়ের টানে হারিয়ে গেছে এক মাদরাসাছাত্র। নিখোঁজ পর্যটকের নাম তাহসিন (১৬)। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির নিয়োজিত বিচকর্মী মাহবুব আলম জানিয়েছেন, একই মাদরাসার তিন ছাত্র কক্সবাজারে বেড়াতে আসে।
তারা তিন বন্ধু আজ সকালে সমুদ্রে গোসল করতে নামে। একপর্যায়ে সাগরের ঢেউয়ের টানে তিনজনই ভেসে যায়। উদ্ধারকর্মীরা দুই বন্ধুকে উদ্ধার করেন।
উদ্ধারপ্রাপ্তরা হলো- কুমিল্লার মুখদাও এলাকার আবুল হোসেনের পুত্র ফয়সাল (১৬) ও কুমিল্লা সদরের হাবিবুর রহমানের পুত্র রিফাত (১৬)। নিখোঁজ ছাত্র তাহসিনকে উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছে।

অনলাইন ডেস্ক