আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীকে শ্বাশুড়ী-দেবরের নির্যাতন
স্বামী প্রবাসে থাকার সুযোগে গৃহবধূর গায়ের রংকালো হওযায় পাষন্ড শ্বাশুড়ী ও দেবরের নির্যাতনের শিকার হয়ে মৌসুমী আক্তার নামের এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হয়েছে। এঘটনায় নির্যাতিত ওই গৃহবধূর ভাই শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানাযায়, আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মোজ্জাফর হোসেনের মেয়ের সাথে একই উপজেলার নশরপুর বাজার এলাকার বাসিন্দা লিটন হোসেনের সাথে প্রায় ১১বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে ৯ বছরের একটি ছেলে সন্তান
জন্ম গ্রহন করে। সংসার স্বাবলম্বী করার সুবাদে ৫ বছর পূর্বে স্ত্রী মৌসুমী আক্তারকে রেখে স্বামী লিটন হোসেন মালোশিয়ায় যায়। বর্তমানে লিটন হোসেন মালোশিয়াতে রয়েছে।
নির্যাতিত গৃহবধু মৌসুমী আক্তার জানায়, তার স্বামী বিদেশে যাওয়ার পর থেকে গায়ের রং কালোর অভিযোগ দিয়ে স্বামীর বাড়ী থেকে বের করে দেয়ার জন্য শাশুড়ী ফেরদৌসী বেগম ও দেবর রায়হান প্রায় শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছিল। গত বুধবার (১২ অক্টোবর) শাশুড়ী ও দেবর মিলে মারপিটে নির্যাতন করে বাড়ী থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এসময় প্রতিবেশীরা ৯৯৯ ফোন করলে ঘটনা স্থলে পুলিশ উপস্থিত
হয়।এসময় শ্বাশুড়ী ও দেবর গৃহবধুকে হত্যার হুমকি দিয়ে পুলিশের কাছে মুখ খোলা বন্ধ রাখে। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করলে পরের দিন বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শাশুড়ী ও দেবর গৃহবধুকে পুনরায় মারপিট করে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে হত্যার চেষ্ঠা করে। এসময়
গৃহবধু মৌসুমী আক্তার কৌশলে তাদের হাত থেকে পালিয়ে আসলে স্থানীয়রা তাকে আহত অবস্থায় আদমদীঘী হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় নির্যাতিত গৃহবধূর ভাই আল আমিন বাদী হয়ে শুক্রবার আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অনলাইন ডেস্ক