আদমদীঘিতে ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য
বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘ দিন ধরে বিদ্যালয় গুলোতে প্রধান শিক্ষক না থাকায় ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। বর্তমানে ওই ৩০টি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে। এতে প্রশাসনিক কার্যক্রম সহ শিক্ষার্থীদের পড়াশুনায় বিঘ্নিত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, আদমদীঘি উপজেলা মোট ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৩০টি বিদ্যালয়ে দীর্ঘ দিন ধরে প্রধান শিক্ষককের পদ শূন্য রয়েছে। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো,নশরতপুর সরকারি প্রথমিক বিদ্যালয়,দত্তবাড়িয়া সরকারি প্রথমিক বিদ্যালয,হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়,তিলোচ শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,ছাতুয়া-সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়,আমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়,
ছাতনী-ঢেকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যায়ল,প্রান্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাঘবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়,শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুদিন সরকারি প্রাথমিক বিদ্যালয় উজ্জলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় একজন সহকারী শিক্ষককে(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দ্বায়িত্ব দিয়ে দাপ্তরিক,প্রশাসনিক কার্যক্রম।
এছাড়াও উপজেলা অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক দপ্তরির পদ শূন্য রয়েছে। অবিভাবরা জানান,প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক যে সব শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য রয়েছে সে সব শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্র-ছাত্রীদের পড়াশুনা বিঘ্নিত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল ইসলাম দেওয়ান জানান,যে সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে সে সব বিদ্যালয়ের তালিকা উর্ধধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরন করা হয়েছে।
বগুড়া জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাভেদ আখতার এবিষয়ে জানান,অচিরেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক পদে যাবেন তখন এই সমস্য আশা করি থাকবে না।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ