সৈয়দপুরে জাল দানপত্রে সম্পত্তি বিক্রির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি
নীলফামারীর সৈয়দপুরে জাল দানপত্র দলিল তৈরি করে কোটি টাকার সম্পত্তি বিক্রি অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন শহরের ওয়াপদা এলাকার বাসিন্দা মুশতাক আহমেদ কায়সার।
রোববার সকালে স্থানীয় এক রেস্টুরেন্টে পালটা সংবাদ সম্মেলনে ওই দাবি করেন তিনি। লিখিত বক্তব্যে কায়সার বলেন, আমার দাদা বসির উদ্দিন তৎকালীন পাকিস্থান সরকারের পূর্ব পাকিস্থানের ডেপুটি পুলিশ সুপার ছিলেন।
দাদার মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি তার ছেলে- মেয়েদের নামে খতিয়ানভুক্ত হয়। বসির উদ্দিনের দ্বিতীয় ছেলে আমার বাবা মোয়াজ্জেম
হোসেন। পৈতৃক সম্পত্তির অংশীদার হিসেবে আমি ১৮১৪/১৯ সাফ কবলা দলিলমূলে মোট ২১ শতক সম্পত্তি একই এলাকার সিদ্দিকা ইসলাম
কল্পনার কাছে বিক্রি করি। সাফ কবলা দলিল রেজিস্ট্রি ও সরেজমিন বাস্তব যথাযথভাবে দখল দেয়ার পর তা ক্রেতা সিদ্দিকা ইসলাম কল্পনার নামে নামজারি ও জমা খারিজ হয়। অথচ আমার চাচা আবুল হাসান বুলুর ছেলে নাইমুল হাসান গত সপ্তাহের বুধবার এক সংবাদ সম্মেলন আমার বিরুদ্ধে জাল দলিল করে সম্পত্তি বিক্রির অভিযোগ করেছেন। যা সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। উল্টো সিদ্দিকা ইসলাম কল্পনার কাছে
আমার অংশের বিক্রি করা ওই জমি অবৈধভাবে দখল নিতে আমার চাচাত ভাই নাইমুল হাসান ও তিন জন ভূমি দালাল জাহাঙ্গীর আলম, মশিউর এবং জুলকার নাইমসহ তাদের লাঠিয়াল বাহিনী হামলা চালায়। তিনি আরও বলেন,২০২১ সালের ১২ অক্টোবর নাইমুল হাসান ভূমি
অফিসের কর্মকর্রতার যোগসাজশে দুর্নীতির মাধ্যমে তাঁর অংশের অতিরিক্ত দুই দশমিক ছয় একর জমি অবৈধভাবে নামজারি করান। এছাড়া
১২৯ নম্বর বাটোয়ারা মামলায় নাইমুল হাসান জেলা যুগ্ম জজ আদালতে বাংলাদেশে না আসার মুচলেকা দেন। আদালতে এমন মুচলেকা দেয়ার পরও জমি দখলে মহড়া দিচ্ছেন নাইমুল হাসান।
সংবাদ সম্মেলনে নাইমুল হাসানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান মুশতাক আহমেদ কায়সার।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: