সৈয়দপুরে চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
রোববার (১৬ অক্টেবার) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ এর বীজ, সার ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
চলতি ২০২২ -২০২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ- ২ মৌসুমে গ্রীষ্মকালীণ পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ওই বীজ ও সার প্রদান করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল রায়হান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক -কৃষাণীদের হাতে ওই পেঁয়াজ বীজ, সার ও কৃষি উপকরণ তুলে দেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মমতা সাহা।
অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শ্যামল কুমার রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তৌহিদুর রহমান, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার উত্তম কুমার রায়, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল কুমার দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আশা, উপসহকারী কৃষি কর্মকর্তা মমিনুর মোস্তফা জামানসহ কৃষি বিভাগের অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার মোট ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে পেঁয়াজের বীজ, সার ও উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেককে কৃষককে এক বিঘা জমির জন্য এক কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি করে এমওপি সার এবং বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। এছাড়াও প্রতিজন কৃষককে জমি প্রস্তÍত ও সেচ বাবদ ৫ শ’ টাকা, শ্রমিকের মজুরী বাবদ ১ হাজার ৫ শ’ এবং বাঁশ ক্রয় বাবদ ৮ শ ’ টাকার করে নগদ একাউন্টে প্রদান করা হবে।

অনলাইন ডেস্ক