পোরশা সীমান্তে দুই যুবককে আটক করেছে বিজিবি
নওগাঁর পোরশা সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) টহল দল দুই যুবককে আটক করেছে। আটকৃতরা হলেন পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের ইসমাইলের ছেলে শহিদুল ইসলাম (২৮) ও সেতাবুল হকের ছেলে শাকিল হক(২৫)।
জানা গেছে, শহিদুল ও শাকিল সহ ৪/৫ জনের সঙ্ঘবদ্ধ দল গোপনে গতকাল রোববার সন্ধ্যার আগে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করে। এসময় বিজিবি'র টহল দল তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। অন্যরা সকলে পালিয়ে গেলেও সীমান্তের ২৩০নং মেইন পিলারের পাশ থেকে শহিদুল ইসলাম ও শাকিল হককে আটক করে বিজিবি।
এ ব্যাপারে ১৬বিজিবি'র নিতপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা গরু নিতে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: