পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় আরিফ (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় তিন জন আহত হয়েছে।
সোমবার উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বটতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজি শিকারপুর গ্রামের আলমাস খান এর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আরিফ মটর সাইকেল যোগে বোদায় আসার পথে বোদা-পঞ্চগড় এশিয়ান হাইওয়ে রোডের বটতলী এলাকায় সিএনজির সাথে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আরিফের মুত্যু হয়। এ সময় সিএনজিতে থাকা ৩ জন যাত্রী আহত হলে তাদেরকে বোদা সদর হাসপাতালে ভর্তি হয়। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় সড়ক দুর্ঘটনার একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

পঞ্চগড় প্রনিনিধি