পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান শেখ। তিনি চশমা প্রতীকে তিনি পেয়েছেন ২৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আবু তোয়বুর রহমান মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৩১ ভোট।
নির্বাচনে স্বতন্ত্র অপর প্রার্থী দেলদার রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৯০ ভোট। নির্বাচন শেষে গতকাল সোমবার বিকেলে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে পঞ্চগড়-১ সংরক্ষিত নারী সদস্য (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) নির্বাচিত হয়েছেন আকতারুন নাহার সাকী এবং পঞ্চগড়-২ সংরক্ষিত নারী সদস্য (বোদা ও দেবীগঞ্জ) নির্বাচিত হয়েছেন তানজিনা ইয়াসমিন। সাধারণ সদস্য হিসেবে তেঁতুলিয়া উপজেলায় আলমগীর কবির, সদর উপজেলায় রুবেল ইসলাম, আটোয়ারী উপজেলায় বাবু কমলেশ চন্দ্র ঘোষ, দেবীগঞ্জ উপজেলায় আক্তার হোসেন নিউটন নির্বাচিত হয়েছেন। এর আগে বোদা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন আব্দুর রহমান।

পঞ্চগড় প্রতিনিধি