জেলা পরিষদে কিশোরগঞ্জ উপজেলা’র সদস্য নির্বাচিত হলেন ফাতেমা বেগম
নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ উপজেলা থেকে সদস্য নির্বাচিত হলেন রনচন্ডী ইউপি চেয়ারম্যান বিমানের স্ত্রী ফাতেমা বেগম।
সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফাতেমা বেগমকে বেসরকারীভাবে সদস্য হিসেবে ঘোষণা করেন। ফাতেমা বেগমের মার্কা ছিল (তালা)। এ বিজয়ী প্রার্থী ৪৫ ভোট পেয়ে এ সদস্য পদে নির্বাচিত হন। এ প্রার্থী জেলা পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য ছিলেন। তার নিকট তম প্রার্থী জুলফিকার রহমান (টিউবওয়েল) মার্কা নিয়ে ভোট পেয়েছেন ৩৭, অপর আর এক প্রার্থী মাসুদ রানা (হাতি) মার্কা নিয়ে তিনিও পেয়েছেন ৩৭ ভোট। মোট ভোটার ছিল ১ শ’ ২০ টি। ১ শ’ ২০ জন ভোটারই ভোট কেন্দ্রে এসে ভোট দেন। তবে সদস্য পদে ১ টি ভোট বাতিল হয়।
জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় ফাতেমা বেগমকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় প্রেস ক্লাব।

কিশোরগঞ্জ(নীলফামারী)