লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের শিক্ষা উপকরণ বিতরণ
লায়ন্স ক্লাবস্ধসঢ়; ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা মাস - ২০২২ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের দুই শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে শহরের নয়াটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ওই সব শিক্ষা
উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা লায়ন মির্জা সালাহউদ্দিন বেগ। নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাদেকুজ্জামান লাবু’র সভাপতিত্বে এবং সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর লায়ন জোবায়দুল ইসলাম মিন্টু ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা।
এ সময় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহমেদ, সহকারি প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমান, কিন্ডারগার্টেন শাখার উপাধ্যক্ষ জাবেদ আলী শেখ, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের সদস্য লায়ন গোলাম মোস্তফা মহব্বত, কাজী মানিক আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন । বিতরণকৃত এ সব শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে খাতা, কলম, পেন্সিল ও
জ্যামিতি বক্স।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: