সৈয়দপুরে শেখ রাসেল দিবস পালিত
সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহিত কর্মসূচির মধ্যে ছিল শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, র্যালি, ঢাকায় কেন্দ্রীয়ভাবে শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান মাল্টিমিডিয়ার মাধ্যমে সরাসরি সম্প্রচার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ প্রভূতি।
সকাল সাড়ে ১০টায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেল দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী
অফিসার মো. ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, থানার অফিসার
ইনচার্জ মফিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম
বাবু, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন, বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার. শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি রহমত আলী রুবেল, শিক্ষার্থী মোফাজ্জল হোসেন মুরাদ ও নাজিয়া আফরিন প্রমূখ।
শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত উপস্থিত বর্ক্ততা,চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও শ্রেষ্ঠ শেখ রাসেল ল্যাব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে
পুরস্কার বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্র্পণ কার হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: