রাণীনগরে শেখ রাসেল স্কুল অব ফিউচার ও ডিজিটাল ল্যাব এর উদ্বোধন
নওগাঁর রাণীনগরে শেখ রাসেল স্কুল অব ফিউচার এবং ডিজিটাল ল্যাব এর উদ্বোধন করা হয়েছে।
শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় উপজেলার আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল স্কুল অব ফিউচার এবং ডিজিটাল ল্যাব এর উদ্বোধ করেন।
এর পর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল শেখ রাসেল স্কুল অব ফিউচার এবং ডিজিটাল ল্যাব এর ফলক উন্মোচন করেন। এলক্ষে উক্ত বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী আলহাজ্ব মো: শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুল ইসলাম, রাণীগর থানার ওসি আবুল কালাম আজাদ,উপজেলা একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহানসহ বিদ্যালয়ের শিক্ষক,কর্মচারী,শিক্ষার্থী এবং স্থানীয় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :