বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় যুবক নিহত
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় সুলতান মাহমুদ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাটকড়ই-তালোড়া সড়কে নন্দীগ্রাম উপজেলার মাজগ্রাস ছিলামপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুলতান মাহমুদ কাহালু উপজেলার নিশ্চিন্তপুর শহরতলী গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। তিনি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে সেলসম্যান পদে চাকরি করতেন।
নিহতের মামাতো ভাই হেলাল জানান, নন্দীগ্রাম উপজেলায় কোম্পানির কাজ শেষে সুলতান মাহমুদ মোটরসাইকেল চালিয়ে দুপচাঁচিয়া অফিসে যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলে গরুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, থানায় খবর দেয়া হলে নন্দীগ্রাম থানা পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেন।

অনলাইন ডেস্ক