বগুড়ায় হত্যা মামলায় জামিনে বেরিয়ে এসে গড়েছেন সংঘবদ্ধ অপহরন চক্র
হত্যা মামলার প্রধান আসামী সাকিব হোসেন সম্প্রতি জামিনে বেরিয়ে এসে আবারো অপরাধে জড়িয়ে পড়েছে। এবার তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ অপহরন চক্র অপহরন করে ব্লাকমেইল করে টাকা হাতিয়ে নিচ্ছে। এমন এক ঘটনায় বগুড়ায় দুই অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের সাকিব ও তার ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো সাকিব হোসেন (২২), শাকিল ইসলাম (২৪) এবং জুয়েল রানা (২৫)। এরা সবাই শহরের নারুলী এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃতদের মধ্যে সাকিব হত্যা মামলার প্রধান আসামী এবং জামিনে বের হয়ে সে এই চক্রটির নেতৃত্ব দিয়ে আসছিল। সোমবার সন্ধ্যায় শহরের নারুলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান বলেন, ‘১৭ অক্টোবর দুপুরে বগুড়া শহরের বাসিন্দা আকাশ তার পূর্ব পরিচিত এক নারীর সাথে মাটিডালী এলাকায় দেখা যান। মাটিডালী পৌঁছালে ওই মেয়ে আকাশকে জানায় একদল যুবক তাকে অনুসরণ করছে। পরে অপহরণকারী চক্রের সদস্যরা তাদের চাকু ধরে গাড়ীতে তুলে নারুলী এলাকায় নিয়ে নিয়ে তাদের পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে ওই চক্র। ‘এঘটনায় বগুড়া সদর থানায় একটি অপহরণ জিডি করে র্যাবকে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে দুই অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় অপহরণকারী চক্রের অন্য সদস্যরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা যায়নি। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, অপহরণকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ অপরাধ চক্র। তারা পলাতক অন্যান্য সদস্যদের সহায়তায় বগুড়া শহরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ডেস্ক