বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে বিজিবি সদস্যের মৃত্যু
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ভাল্লুক খাইয়া সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আবদুল মান্নান নামে বিজিবির এক নায়েব সুবেদার নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নাইক্ষ্যংছড়ি জোনের ভাল্লুক খাইয়া বর্ডার অবজারভেশন পোস্টের ইনচার্জ হিসেবে দায়িত্বরত ছিলেন।
বিজিবি সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে তাদের পক্ষ থেকে অফিশিয়াল কোনো বক্তব্য দেওয়া হয়নি।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পাওয়া খবর অনুযায়ী, এ ঘটনায় বিজিবির অন্য সদস্যরা পালিয়ে প্রাণ রক্ষা করেন। নিহত নায়েব সুবেদারের মরদেহ উদ্ধারে তাদের সহায়তায় অন্য বিজিবি সদস্যরা সেখানে চেষ্টা চালাচ্ছে।
সূত্র জানায়, সীমান্তপথে মিয়ানমার থেকে গরু-মহিষ আসছে এমন খবর পেয়ে বিজিবি জওয়ানদের নিয়ে টহল দেওয়ার সময় তারা একদল বন্য হাতির মুখোমুখি হন। এ সময় অন্যরা দৌড়ে নিরাপদ দূরত্বে পালিয়ে আসতে সক্ষম হলেও হাতির পালের আক্রমণের শিকার হন নায়েব সুবেদার আবদুল মান্নান।

অনলাইন ডেস্ক