শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পৌর ছাত্রলীগের দোয়া মাহফিল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে বুধবার (১৯ অক্টোবর) বাদ আসর বগুড়ায় পৌর ছাত্রলীগের আয়োজনে দোয়া মাহফিল করা হয়।
পৌর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বিরের পরিচালনায় বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম পারভেজ, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ তোহা, সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা মাহফুজ ইসলাম, সামিউল পরাণ সজল, পৌর ছাত্রলীগের সহ- সভাপতি আবির হোসেন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আক্কাছ আলী সরকার, রাফিউর রহমান, পৌর ছাত্রলীগ নেতা মোঃ পলাশ আহমেদ, মারুফ, মোমিন, সার্জিল, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাফিন, আদিত্য সহ পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে শেখ রাসেলের রুহের আত্নার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি