নন্দীগ্রামে ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বড় ভাইয়ের মৃত্যু
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভায় ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাই মারা গছেনে। বুধবার (১৯ অক্টোবর) সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিন পাড়ায় এ ঘটনা ঘটে। একই দিন ছোট ভাই ও বড় ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সর্ম্পকে তারা দুজন আপন চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, নন্দীগ্রাম পৌরসভার দক্ষিন পাড়া গ্রামের ইদ্রিস আলী (৫৬) বুধবার ভোরে মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়িতে যাওয়ার পথে স্ট্রোক করে মারা যান। এই শোক সইতে না পেরে সকাল ৬ টার দিকে আপন চাচাতো ভাই কাতের আলীও (৬০) বাড়িতেই স্ট্রোক করে মারা যান।
জানা যায়, দক্ষিন পাড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ইদ্রিস আলী ও মৃত গোলাম রব্বানীর ছেলে কাতেব আলীর মধ্যে ছোটবলো থেকেই তারা এক সাথে বন্ধুর মতো চলাফেরা করত। ছোট ভাই ইদ্রিস আলীর মৃত্যুতে বড় ভাই কাতেব আলী শোকে মুহ্যমান হয়ে পড়েন। ছোট ভাইয়ের মৃত্যু কিছুতেই তিনি মেনে নিতে পারনি। শোকে হতবহিব্বল বড় ভাইকে কিছুতেই সান্তনা দেয়া যাচ্ছিল না। ছোট ভাইয়ের মৃত্যুর শোকে নিজেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন জানান, ছোট ভাইয়েরর মৃত্যুর শোকে বড় ভাই মারা গেছেন, খবর শুনেছি বিষয়টি দু:খজনক।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ-