আদমদীঘিতে ৯শ’ গ্রাম গাঁজা বাস যাত্রী গ্রেপ্তার
ঢাকা থেকে এসপি পরিবহনে যাত্রী সেজে নওগাঁয় আসার পথে আদমদীঘি উপজেলার হবিরমোড় নামক স্থানে পুালশ গোপন সংবাদের ভিত্তিতে
ওই বাসে অভিযান চালিয়ে ৯শ’ গ্রাম গাঁজা সহ জালাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
জানাযায়, ঢাকা গাজীপুর থেকে ছেড়ে আসা নওগা ঁগামী একটি যাত্রীবাহী এসপি পরিবহনে যাত্রীবেশে একজন মাদক ব্যবসায়ী গাঁজা বহন করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সান্তাহার পৌর শহরের হবির মোড় নামক স্থানে বুধবার ভোর ৫টায় সান্তাহার টাউন পুলিশ ওই বাসে অভিযান চালিয়ে একটি ব্যাগে রক্ষিত ৯শ’গ্রাম গাঁজা সহ বাসযাত্রী নওগাঁ জেলার পত্নীতলার হারপুর মধূবন গ্রামের মৃত জিল্লুর
রহমানের ছেলে মাদক ব্যবসায়ী জালাল হোসেন ওরফে জামাল(৪২)কে গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তার আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক