নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু
নেত্রকোনার বারহাট্টায় ট্রেনের নিচে কাটা পড়ে পান্না আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বারহাট্টা রেলস্টেশনে প্ল্যাটফরমের পশ্চিম দিকে এ ঘটনা ঘটে।
নিহত পান্না উপজেলার আসমা ইউনিয়নের ছয়গাঁও গ্রামের আব্দুল কাইয়ুমের মেয়ে এবং বাউশী ইনিয়নের ধোবাহালা গ্রামের আব্দুস ছালামের স্ত্রী। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।
আজ দুপুরের দিকে স্বামীর সাথে অভিমান করে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানা গেছে।
আসমা ইউনিয়ন পরিষদের সদস্য ও প্রত্যক্ষদর্শী মো. লিটন মিয়া বলেন, ‘প্ল্যাটফরমের পশ্চিম পাশের একটি স্টলে চা খাচ্ছিলাম। রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন ওই নারী। হঠাৎ ময়মনসিংহ থেকে আসা একটি ট্রেনকে ঘন ঘন হুইসেল বাজাতে শুনতে পাই। তখন ওই নারী রেললাইনে শুয়ে ছিলেন এবং ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। ’
অন্য একজন বলেন, ট্রেন কাছাকাছি আসতেই ইঞ্জিনের সামনের দিকে রেললাইনের ওপর হঠাৎ ঝাঁপ দেন ওই নারী।
স্টেশনের কর্মচারী মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোহনগঞ্জগামী এমএম ২৬৪ নম্বর ডাউন ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী মারা গেছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মোফাজ্জল হোসেন বলেন, বিষয়টি আত্মহত্যা, নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

অনলাইন ডেস্ক