শাজাহানপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত: শিক্ষার্থীদের ধর্মঘট
দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগে বগুড়ার শাজাহানপুরের মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে প্রধান শিক্ষকের দুর্নীতি ও দুর্ব্যবহারের বিষয়ে বিদ্যালয়ের সভাপতির নিকট লিখিত অভিযোগ করেন ওই প্রতিষ্ঠানে ৮ শিক্ষক- কর্মচারি।
অপরদিকে প্রধান শিক্ষকের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে ধর্মঘট কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীদের একাংশ। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত এ কর্মসূচি চলে।
অভিযোগ সূত্রে জানাগেছে, ২০১০ সালে মানিকদিপা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন আব্দুল আজিজ। এরপর থেকেই তিনি শিক্ষক-কর্মচারিদের সাথে দুর্ব্যবহার শুরু করেন। বিশেষ প্রয়োজনে কেউ ছুটি চাইলে তিনি ছুটি দিতেন না। বরং অকথ্য ভাষায় গালিগালাজ ও মানসিক নির্যাতন করতেন। শিক্ষক-কর্মচারিদের ৫শ’ টাকা ভাতা দিয়ে ৩ হাজার টাকার ভাউচারে স্বাক্ষর নেয়ার অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।
বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এস.এম বাকী বিল্লাহ্ জানিয়েছেন, প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তাকে (প্রধান শিক্ষক) অনেক বার সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। অবশেষে গত ১৩ অক্টোবর বিদ্যালয় এডহক কমিটির সভায় গৃহিত সিদ্ধান্ত মোতাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ সংক্রান্ত অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট দপ্তর গুলোতে প্রেরণ করা হয়েছে। অবস্থা বেগতিক দেখে প্রধান শিক্ষক
আব্দুল আজিজ বৃহস্পতিবার স্কুল চলাকালিন শিক্ষার্থীদেরকে ধর্মঘট কর্মসূচি পালনে উস্কে দেন এবং পাঠদান কার্যক্রম ব্যাহত করেন।
অপরদিকে সকল অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আব্দুল আজিজ জানিয়েছেন, সম্পূর্ণ বেআইনী ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, যা বিধি সম্মত নয়। শিক্ষার্থীদের ধর্মঘট কর্মসূচিতে তার কোন সংশ্লিষ্টতা নাই বলেও তিনি উল্লেখ করেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ