লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণ
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টেবর সেবা মাস-২০২২ উদ্যাপন উপলক্ষে সেলাইমেশিন, রিকশাভ্যান ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২০ অক্টেবার) সন্ধ্যা সাতটায় লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে অসহায় দুস্থ নারী-পুরুষ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ওই কর্মসংস্থান সামগ্রী বিতরণ করা হয়।
লায়ন্স স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রাবেয়া আলীম।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি ও লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লায়ন মো. শফিয়ার রহমান সরকারের সভাপতিত্বে এবং লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা ফারহানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অক্টোবর সেবা মাস উদ্যাপন কমিটির আহবায়ক প্রভাষক লায়ন মো. আব্দুল মান্নান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের প্রাক্তন সভাপতি প্রভাষক লায়ন মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে লায়ন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ লায়ন মো. নজরুল ইসলাম খান কিশোর,লায়ন আনোয়ার আলী, লায়ন রানা আজহার, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সম্পাদক লায়ন সেকেন্দার আলীসহ অন্যান্য লায়ন সদস্য ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে মাসব্যাপী বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি ভিডিও চিত্র মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
শেষে প্রধান অতিথি আত্মকর্মসংস্থানের জন্য পাঁচজন দুস্থ নারী-পুরুষের হাতে চারটি সেলাইমেশিন ও একটি রিকশাভ্যান তুলে দেন। এছাড়াও লায়ন্স স্কুল এন্ড কলেজের দুইজন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে দুইটি বাইসাইকেল প্রদান করা হয়েছে। এর মধ্যে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর সাবেক কেবিনেট সেক্রেটারী লায়ন মহসীন ইমাম চৌধুরীর পক্ষ থেকে তিনটি সেলাইমেশিন দেয়া হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: