সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে হোটেল শ্রমিকের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে নিচে কাটা পড়ে আকবর আলী (৪৫) নামে এক হোটেল শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের এক নম্বর লেভেল ক্রসিংয়ের কাছে এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় শহরের হাওয়ালদারপাড়ার বাসিন্দা হোটেল শ্রমিক আকবর আলী। তিনি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল শুক্রবার সকালে ঘুম থেকে ওঠে বাড়িতে নাস্তা খেয়ে ফার্মেসীতে ওষুধ কেনার জন্য যান। তিনি ওষুধ নিয়ে উল্লেখিত এলাকায় সৈয়দপুর-পার্বতীপুর রেললাইন অতিক্রম করার সময় চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।
এতে তাঁর শরীর থেকে দুটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত. ঘোষনা করেন। নিহত আকবর আলী শহরের হাওয়ালদারপাড়া এলাকার তারাঙ্গনের ছেলে।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল ইসলাম জানান, রেলওয়ে লাইনে এ ঘটনা ঘটলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি মারা যায়। তাই বিষয়টি সৈয়দপুর থানার আওতায় পড়েছে। ঘটনাটি সৈয়দপুর থানাই তদন্ত করবে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে হাসপাতাল থেকে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: