বগুড়ায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের রাজশাহী বিভাগীয় সম্মেলন
বগুড়ায় বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে জেলা সংসদ এ সম্মেলনের আয়োজন করে।
বগুড়া জেলা সংসদের সভাপতি এসএম শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সভাপতি এনামুল হক। প্রধান আলোচকের বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদ কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সাধারণ সম্পাদক রুবেল হোসেন।
সংগঠনের জেলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতি শামছুল আরেফিন, ইমন ফয়সাল, স্বপন সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক বেলায়েত খান, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, অর্থ সম্পাদক শহিদুজ্জামান, প্রচার সম্পাদক অনিন্দ্য কুমার রায়, মহিলা বিষয়ক সম্পাদক মহারানী পারভীন, সদস্য হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সংসদের সভাপতি দেবুনাথ কর্মকার, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, চাপাইনবাবগঞ্জ জেলা সংসদের সভাপতি আবুল হায়াত, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সিরাজগঞ্জ জেলা সংসদের সভাপতি আবুজার গিফারী, সাধারণ সম্পাদ শামীম রেজা, জয়পুরহাট জেলা সংসদের সভাপতি সুলতানুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, নাটোর জেলা সংসদের সভাপতি মাসুদ আলী, সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ নেতৃবৃন্দ।।

প্রেস বিজ্ঞপ্তি