বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গীত বিষয়ক কর্মশালা সমাপ্ত
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে দুই দিনের সঙ্গীত বিষয়ক কর্মশালা সমাপ্ত হয়েছে। শনিবার বিকাল ৫টায় বগুড়া জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে কর্মশালার সমাপনী দিনে সভাপতিত্ব করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।
সঙ্গীত বিষয়ক কর্মশালার সমাপনী দিনে জোটের সিনিয়র সহ সভাপতি আসাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির ও এসএম বেলাল হোসেন, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান মানিক, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আব্দুল আউয়াল প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রংপুর বেতারের সঙ্গীতজ্ঞ, সঙ্গীত প্রশিক্ষক তমাল কান্তি লাহিড়ী। কর্মশালায় অর্ধাশতাধিত সঙ্গীত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাপনী দিনে অংশগ্রহণকারিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। শেষে সঙ্গীত প্রশিক্ষক তমাল কান্তি লাহিড়ীকে একটি সম্মাননা ক্রেস্ট তাঁর হাতে তুলে দেওয়া হয়। এর আগে শুক্রবার সকালে কর্মশালার উদ্বোধন করেন গীতিকার ও সুরকার খোদাদাত খান বাদশা।

ষ্টাফ রিপোর্টার