বগুড়ায় শেষ হলো আন্তঃজেলা নৃত্যউৎসব
নৃত্য মন্দির পারফর্মিং আর্টস একাডেমী বগুড়ার আয়োজনে নৃত্যের তারকাদের নিয়ে আন্তঃজেলা নৃত্য উৎসব অনুষ্ঠিত হলো বগুড়ায়।
সংগঠনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এই উৎসবের প্রধান অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিবিএম (সেবা)। অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, নৃত্য ছন্দম আর্টস একাডেমী বগুড়ার পরিচালক সৈয়দ আশিক ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান দেবদুলাল দাস।
কবি এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে নাট্যকার ও নাট্যসংগঠক হিসেবে তৌফিক হাসান ময়না, অভিনেতা হিসেবে শাহাদৎ হোসেন, নৃত্য শিল্পী ও কোরিওগ্রাফার হিসেবে আরিফুল ইসলাম অর্ণবকে সম্মাননা প্রদান করা হবে।
নৃত্য মন্দির পারফর্মিং আর্টস একাডেমী বগুড়ার সভাপতি আশিকুজ্জামান রিপন জানান, আন্তঃজেলা নৃত্য উৎসবে রাজশাহী বিভাগের ১২ টি দল অংশ গ্রহণ করে। দলগুলো হলো-ন ওগাঁর নৃত্য রং একাডেমী, বগুড়ার মৌসুমি নৃত্যাশ্রম, নওগাঁর নৃত্যাঞ্জলী একাডেমী, বগুড়ার নৃত্য ছন্দম আর্টস একাডেমী, রাজশাহীর নৃত্যকুঞ্জ, জয়পুরহাট পাঁচবিবির শিল্পরথ একাডেমী, বগুড়ার টিএমএসএস অর্টিজম ও প্রতিবন্ধি স্কুল, সিরাজগঞ্জ শাজাহাদপুরের নৃত্যালোক, নাটোরের নৃত্যাঙ্গন একাডেমী, সিরাজগঞ্জ শাজাহাদপুর নৃত্য একাডেমী, বগুড়ার সোনাতলা সাংস্কৃতিক সংগঠন। নৃত্য মন্দির পারফর্মিং আর্টস একাডেমীর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে রাখেত এই আন্তঃজেলা নৃত্য উৎসবের আয়োজন করা হয়। আমরা বিশ^াস করি এতবড় নৃত্য উৎসব বগুড়ায় প্রথমবারের মত অনুষ্ঠিত হলো। উৎসব উপলক্ষে বিকালে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে।

ষ্টাফ রিপোর্টার