নন্দীগ্রামে জুয়ার আসরে পুলিশের অভিযান, চার জুয়াড়ি গ্রেফতার
বগুড়ার নন্দীগ্রামে জুয়ার আসরে অভিযানে চালিয়ে চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
রোববার দুপুরে উপজেলার ধুন্দার বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে বিকেলে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। জুয়াড়িরা হলো- ধুন্দার হিন্দুপাড়ার মৃত ভুপেন চন্দ্রের ছেলে প্রদীপ চন্দ্র সরকার (৪০), একই এলাকার বজেন্দ্রনাথ সরকারের ছেলে নরোত্তম চন্দ্র (৫২), ধুন্দার স্কুলপাড়ার সেকেন্দার আলীর ছেলে আবু সাঈদ (৪২) এবং মারিয়া গ্রামের মৃত শরকেত আলীর ছেলে জামাত আলী (৫৫)। থানার উপ-পরিদর্শক মো. খাইরুল ইসলাম জানান, ধুন্দার হিন্দুপাড়ার গ্রেফতারকৃত জুয়াড়ি প্রদীপ চন্দ্রের বাড়িতে গোপনে দীর্ঘদিন জুয়ার আসর চলছিল।
গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ চারজনকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানা পুলিশ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :