বগুড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সক্ষমতা উন্নয়নে সভা
বগুড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সক্ষমতা উন্নয়নে করণীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস) আয়োজনে ইউএন ওমেন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগীতায় রবিবার বেলা ১১ টায় রোচাস রেস্টুরেন্টে এ সক্ষমতা উন্নয়নে সভা করা হয়।
সিজিবিভি প্রকল্পের সমন্বয়কারী (জিবিএস) সোহেলিয়া আকতারের সার্বিক ব্যবস্থাপনায় সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম,শাজাহানপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা,এস আই জীবন নেছা,প্রকল্পের প্রজেক্ট অফিসার (জিবিএস) খালেদা ফেরদৌসী সহ জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কমিটির ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।
সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সক্ষমতা উন্নয়নে করণীয় ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রেফারেল প্রক্রিয়া জোরদার করার লক্ষে আলোচনা করা হয়।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ