বগুড়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, তিনজন খালাস
বগুড়ার সোনাতলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষক আবু তাহের বাবলুকে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ওই মামলার দায় থেকে তিনজনকে খালাস দেয়া হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকালে বগুড়া অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আতাউল হক সরকার (৫৫) সোনাতলা উপজেলার উত্তর দীঘলকান্দি গ্রামের বাসিন্দা।
মামলা থেকে খালাস পাওয়া তিনজন হলেন- একই গ্রামের বেলাল সরকার, জুয়েল সরকার ও আলমগীর হোসেন। এসব তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) শাব্বির আহমেদ বিদ্যুৎ।
দায়েরকৃত মামলার বরাত দিয়ে এপিপি জানান, দণ্ডিত আতাউল নিহত আবু তাহেরের প্রতিবেশী ও দূর সম্পর্কের আত্মীয়। জমিজমা নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। ২০০৭ সালের ৯ অক্টোবর আবু তাহের মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে বিরোধের জেরে তাঁর ওপর হামলা করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় পরের দিন নিহতের শ্যালক সেলিম আকন্দ বাদী হয়ে মামলাটি করেন। আজ মামলায় রায়ে দন্ডিত হলেন আতাউল।

অনলাইন ডেস্ক