ঘূর্ণিঝড়ে এক নারীর মৃত্যুর খবর নড়াইলে
নড়াইলের লোহাগড়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে গাছের ডালচাপায় মর্জিনা বেগম (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
মর্জিনা বেগম বাগেরহাট সদরের অর্জুন বাহার গ্রামের মৃত আকুব আলী শেখের মেয়ে। স্বামীর সঙ্গে ডিভোর্সের পর আট বছরের ছেলেকে নিয়ে লোহাগড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মর্জিনা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। সোমবার বৈরী আবহাওয়ার মধ্যে কাজের উদ্দেশ্যে বের হলে একটি মেহগনিগাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, মৃতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, বিষয়টি তাৎক্ষণিক জেলা প্রশাসককে জানানো হয়েছে। অতি দ্রুত জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদানসহ সার্বিক সহযোগিতা করা হবে।

অনলাইন ডেস্ক