পোরশায় সিসিডিবি’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় বেসরকারী সংস্থা খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশের (সিসিডিবি) প্রোমোটিং ক্লাইমেন্ট রেজিলিয়েন্ট কমিউনিটিস ইন বাংলাদেশ (পিসিআরসিবি) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ডিএম রাশেদ। সিসিডিবি’র উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রুপনের সঞ্চালনায় সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা শাওন ইসলাম, উপজেলা বিএমডিএ কর্মকর্তা কাজিমুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :