বগুড়া ফল ব্যবসায়ী সমিতির নির্বাচনে নাহিদের মনোনয়ন পত্র উত্তোলন
আগামী ১২ নভেম্বর বগুড়া ফল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন মো. নাহিদুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোড সমিতির কার্যালয় হতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সোহরাব হোসেন এর নিকট হতে তিনি এ মনোনয়ন পত্র উত্তোলন করেন। এসময় উপস্থিত ছিলেন ফল ব্যবসায়ী শহিদুল মুন্সি, আফতাব হামিদ, জলিল, মাফু, জাফর, বাবলু, মিলন, হারুন, সলেমান, আলম, সজল, মোস্তফা, আইনুল, রাম, মোতালেবসহ প্রমুখ। মনোনয়ন উত্তোলনের সময় নাহিদ বলেন, এর আগে আমি কার্যনির্বাহী পদে নির্বাচন করেছিলাম। সম্মানিত ভোটারদের বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। গত ৩ বছর সততার সাথে সমিতির দায়িত্ব পালন করেছি। আমি এবার নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মনোনয়ন পত্র উত্তোলন করেছি। আমি আশা বাদী এবারেও সম্মানিত ভোটারদের বিপুল ভোটে বিজয় লাভ করবো।

প্রেস বিজ্ঞপ্তি