নন্দীগ্রামে দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দুজন প্রাথমিক বিদ্যালয়ের শিকক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের কারনে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন,ও নামুইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন (মিরা) এর বিরুদ্ধে স্থানীয় জনগণ আর্থিক অনিয়ম, কমিটির সাথে দূর ব্যাবহার, সেচ্ছাচারিতা সহ নানা অনিয়মের কারনে পৃথক পৃথক ভাবে উপজেলা শিক্ষা অফিসারের নিকট অভিযোগ করেন। শিক্ষা অফিসার অভিযোগ দুটির তদন্ত কমিটি গঠন করেন, তদন্ত কমিটি তদন্ত করে শিক্ষা অফিসারের নিকট প্রতিবেদন দাখিল করেন। শিক্ষা অফিসার প্রতিবেদনটি বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করেন। পরে জেলা প্রাথমিক মিক্ষা অফিসার প্রতিবেদনটি রাজশাহী বিভাগীয় উপ-পরিচালকের নিকট প্রেরণ করেন।
উপ- পরিচালক, গত ০২/০৮/২০২২ তারিখে নিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন, ও নামুইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা শাহানারা খাতুন (মিরার) বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেন, মামলা দুটি বিচারধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক হারুন ও মিরা পৃথক পৃথক ভাবে বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তাহা সম্পূর্ণ ভাবে মিথ্যা ও বানোয়াট।এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কায়ুম এই প্রতিনিধিকে কে জানান, মামলা দুটি বিচারধীন অবস্থায় রয়েছে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি