সৈয়দপুরে রহমতউল্ল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ওয়াশ ব্লকের উদ্বোধন
নীলফামারীর সৈয়দপুর শহরের রহমতউল্ল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নবনির্মিত একটি ওয়াশ ব্লক এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাবুপাড়াস্থ বিদ্যালয় চত্বরে নির্মিত ওয়াশব্লকটির ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল রায়হান।
এ সময় সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আব্দুল লতিফ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন প্রধান, রহমতউল্ল্যাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর শাহীন আকতার ও প্রধান শিক্ষক হাফিজা খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের অর্থায়নে রহমতউল্ল্যাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ অত্যাধুনিক ওয়াশ ব্লকটি নির্মান করা হয়েছে। নীলফামারীর একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হয়। এটি নির্মাণের ফলে বিদ্যালয়টির শিক্ষার্থীদের স্যানিটেশন অসুবিধা দূর হলো।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: