বগুড়ায় ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বুধবার বেলা ১১ টায় বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি দুর্ঘটনা কবলিত বাসের হেলপার। তার নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেকে পরিবহনের একটি বাস বগুড়া থেকে রাজশাহী যাচ্ছিল। নন্দীগ্রাম বাসস্ট্যান্ডের অদুরে বগুড়াগামী একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে বাসটি একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটিও ট্রাকের নীচে চাপা পড়ে চালক রাজু আহত হন।
ট্রাকের পিছনে ধাক্কায় বাসের বাম পার্শ্বে দুমড়ে মুচড়ে যায় এবং বাসের হেলপার ভিতরে আটকা পড়ে সেখানেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের দুমড়ে মুচড়ে যাওয়া অংশ কেটে হেলপারের মরদেহ উদ্ধার করে। এছাড়াও আহত বাস যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে করেন।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ( ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে একজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনলাইন ডেস্ক