কিশোরগঞ্জে শিক্ষক দিবস পালিত
নীলফামারীর কিশোরগঞ্জে বৃহস্পতিবার দুপুরে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ যেয়ে তা শেষ হয়। শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু স্লোগান নিয়ে র্যালিটি হয়।
র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নূরুল আমীন শাহ্, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, স্থানীয় সাংসদের প্রতিনিধি রেজাউল আলম স্বপন, রাধারানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম সাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, সাধারণ সম্পাদক ও উত্তর দুরাকুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম দেলোয়ার হোসেন দুলাল, মাদ্রাসা শিক্ষক নেতা মোজাফ্ফর হোসেন, আব্দুল জলিল, প্রাথমিক শিক্ষক নেতা মাহমুদ শরিফ, রবিউল ইসলাম, সফিকুল ইসলাম প্রমুখ।

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি