বগুড়ায় নির্মাণ হচ্ছে ওয়েব সিরিজ ‘ভিলেন’
বগুড়ায় নির্মাণ হচ্ছে ওয়েব সিরিজ ‘ভিলেন’। রহস্যময় গল্প আর নান্দনিক নির্মাণ শৈলী নিয়ে ওয়েব সিরিজটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। যে এস এল ইভেন্ট ম্যানেজমেন্ট এর প্রযোজনায় নির্মিত ওয়েব সিরিজ টি রচনা করেছেন মিনহাজুল রহমান প্রিতম ও রিয়াদ উদ্দিন রিউ। ওয়েব সিরিজ ভিলেন পরিচালনা করছেন মিনহাজুল রহমান প্রিতম।
ওয়েব সিরিজ টির পরিচালক মিনহাজুল রহমান প্রিতম জানান, গত ২৩ সেপ্টেম্বর বগুড়ার বিশেষ বিশেষ লোকেশন এ আমরা প্রথম লট এর শুটিং শেষ করেছি। দ্বিতীয় লটের কাজ আবারো ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ধারাবাহিক পর্বের ওয়েব সিরিজটি দর্শকের মনে সাড়া জগাবে। ভালো গল্পের পাশাপাশি বগুড়ার কিছু তরুণ ও অভিজ্ঞ অভিনেতাদের নিয়ে কাজটি করা হয়েছে। অভিনয়ের দক্ষতা আর ভালো গল্পের জন্য ওয়েব সিরিজ ভিলেন দর্শকদের মনে জায়গা করে নেবে। বাকি আছে আরো কিছু কাজ সেটিও দ্রুত সময়ে শেষ করা হবে। ওয়েব সিরিজ টির কাজ সম্পূর্ণ শেষ করে সম্পাদনার কাজ টিও অতি দ্রুত করা হবে। এরপর ভিলেন রিলিজ করা হবে। বগুড়ায় নির্মাণ হলেও কাজটি অনেক বড়। নির্মাণের পর কোনভাবেই এটি বগুড়ার বলে মনে হবে না। আন্তর্জাতিকমানের কাজ করা হয়েছে।
তিনি দর্শকদের উদ্দেশ্য বলেন, “ভিলেন” এটি একটি ক্রাইম, সাসপেন্স, মাইস্ট্রি, থ্রিলার ভিত্তিক ওয়েব সিরিজ দর্শকদের বলতে চাই আপনারা এই ওয়েব সিরিজ টি উপভোগ করে নিরাশ হবেন না। “ভিলেন” এ অভিনয় করছেন চলচ্চিত্র অভিনেতা নবাগত বিভান বাদল ও তার নায়িকা হিসাবে কাজ করছেন নবাগত রিয়া সেন, শাহাদাৎ হোসেন, এইচ আলিম, বিধান রায়, জীবন, জোবায়ের, সীমান্ত, রুপক, আবীর, রবি, মুক্তা সহ আরো অনেকেই। চিত্রগ্রহণ করেছেন সুজন।
ওয়েব সিরিজ টির রাইটার, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী সহ চিত্রগ্রাহক সুজন এবং লাইটগ্রাফারদের প্রত্যাশা ওয়েব সিরিজ টি দর্শকদের মন ছুঁয়ে দেবে।

ষ্টাফ রিপোর্টার