আজকের নবীনরাই আগামীর আলোকিত কিশোরগঞ্জ গড়বে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট বলেছেন- আজকের নবীনরাই আগামীর আলোকিত কিশোরগঞ্জ গড়বে। নৈতিকসহ সুশিক্ষায় শিক্ষিত হয়ে এ নবীনরাই আগামীতে সুশৃংখল সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়বে বলে আমার প্রত্যাশা। এরা দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে কিশোরগঞ্জ উপজেলাকে দেশব্যাপি তুলে ধরবে। দেশের জন্য বয়ে আনবে সুনাম। তিনি বৃহস্পতিবার দুপুরে ঐতিহ্যবাহী রণচন্ডী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
কলেজ চত্ত্বরে এ নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানটির সভাপতি নূর-ই-আলম সিদ্দিকী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, সহকারী কমিশনার ভূমি সানজিদা রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, স্থানীয় সাংসদের প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নূরুল আমীন শাহ্ প্রমুখ। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মনোদাস রায়, ম্যানেজিং কমিটির সদস্য আফসার আলী বাদাউ, শিক্ষক প্রতিনিধি লোকমান আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রণচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন। এ সময় প্রতিষ্ঠান ২ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে নৃত্যু ও গানে বিজয়ী হওয়ায় তাদের সংবর্ধনা দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি ঃ