সান্তাহারে রেলভুমির অবৈধ দখলদারদের পক্ষ নিলেন কর্মকর্তা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ে জংশন স্টেশনের আশপাশের বাণিজ্যিক ও কৃষি ভুমির অবৈধ দখলদরাদের পক্ষ নিয়ে উচ্ছেদ করার পরিবর্তে জরিমানা করার মাধ্যমে বৈধতা দিয়ে গেলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগীয় ভুমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুজ্জামান।
শুধু তাই নয়, আজকে তাঁর সান্তাহার আগমনের জন্য প্রকাশ্যে দোষারোপ করেছেন সাংবাদিকদের। চলতি মাসে ‘সান্তাহারে রেলভুমি দখলের হিড়িক’ শিরোনামে সহ একাধিক পত্রিকায় এসংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে ওই কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার সান্তাহার আসেন। বিশাল পুলিশ বাহিনী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, নেসকো এবং রেলওয়ে বিদ্যুৎ বিভাগের লোকবল নিয়ে উচ্ছেদ অভিযানের জন্য তিনি বেলা ১১টার দিকে অভিযানে নামেন। তিনি প্রথমে বিলুপ্ত রেলওয়ে ট্রানসিপমেন্ট ইর্য়াডের পুর্ব দিকে কয়েক শ’ বিঘা ভুমিতে পুকুর খননের মাধমে অবৈধ দখলদার এলাকায় যান। এর পর আসেন রেলওয়ে লেভেলক্রসিংয়ের পুর্ব পাশে পৌরসভার দখলে থাকা প্রস্তাবিত মিনি বাস টার্মিনাল এলাকায়। পৌরসভার অর্থায়নে ভরাট করা এবং পৌরসভার দখলে থাকা রেলওয়ের বিশাল রেলভুমি অবৈধ ভাবে দখল করে পৌর মেয়র ও বিএনপির সভাপতির ভাই-ভাতিজা ও কয়েক বিএনপি কর্মীর স্থাপন করা মার্কেট-দোকান এলাকায় যান।
দুই স্থানেই তিনি অবৈধ দখলদারদের উদ্দেশ্যে প্রকাশ্য জনসম্মুখে বলেন, সাংবাদিকরা ঝামেলা করে, সে কারনে আমার আসতে হয়। পুকুর, মার্কেট-দোকান যখন করেই ফেলেছেন তখন উচ্ছেদ করে আর কি হবে। তিনি এই বাণিজ্যিক এলাকায় মার্কেট-দোকান নির্মানকারি অবৈধ দখলদারদের ৩০ হাজার টাকা জরিমানা করে বলেন আপনাররা এখন থেকে প্রতি বছর রেলওয়েকে জরিমানার সমপরিমান টাকা দিয়ে থেকে যান। তাহলে কোন ঝামেলা হবে না।
বিকালে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আলোচিত রেলওয়ে জলাভুমি পৌরসভার অর্থায়নে ভরাট ও দখলে থাকার বিষয় আমার জানা নেই। এসময় সেখানে উপস্থিত পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতনকে ভুমি কর্মকর্তা বলেন, আপনারা পৌরসভা থেকে দ্রুত রেলওয়ে মন্ত্রনালয়ে আবেদন করেন। পরে সেখান থেকে আমার কাছে ফরোয়ার্ড হয়ে আসলে যথাযত ব্যবস্থা গ্রহন করব।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ