বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক দিবস পালন
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রুপান্তর শুরু’ এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ যথাযথ মর্যাদায় বৃহস্পতিবার শিক্ষক দিবস পালন করে। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।
এ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে এক আলোচনায় অংশ নেন অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। আলোচনায় তিনি বলেন, শিক্ষকরা কোমলমতি শিশুদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বিশেষ ভুমিকা রাখে। একটি সন্তান ভুমিষ্ঠ হবার পর হতে শিক্ষাঙ্গণে যাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত মাতাপিতা তাদের প্রতি বিশেষ নজর রাখে। স্কুলগ্রামী হবার পর তাদের ভবিষ্যত জীবন গড়ার জন্য নানা ধরনের উপদেশ প্রদানসহ সুশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে একজন শিক্ষকের গুরুত্ব অনেক বেশি। এ কারণেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ২৭ অক্টোবর দেশব্যাপী শিক্ষক দিবস উদযাপন বিষয়ে সিদ্ধান্ত নেয়।
এছাডা আন্তর্জাতিকভাবে ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। এর মাধ্যমে বিশ্বব্যাপী সব মানুষকে এটাই বলা হচ্ছে যে শিক্ষাব্যবস্থার পরিবর্তন করতে পারেন শিক্ষকরাই। শিক্ষাক্ষেত্রে যেকোনো পরিবর্তন অবশ্যই শিক্ষকদের দিয়ে শুরু করতে হয়, অর্থাৎ শিক্ষকের পরিবর্তন হলেই শিক্ষার্থীর পরিবর্তন হয়, আর তখনই শিক্ষার পরিবর্তন ঘটে আর বৈপ্লবিক পরিবর্তন আসে দেশের উন্নয়নে। একজনের ব্যক্তিত্ব বা ভবিষ্যৎকে সঠিক এবং সুন্দর রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুর বা শিক্ষকের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। শুধুমাত্র একজন শিক্ষকই একজন ব্যক্তিকে জীবনের সঠিক পথ বেছে নেওয়ার বুদ্ধি , আদেশ বা উপদেশ দিতে পারেন। সাফল্যের সিঁড়ি বেয়ে উঠার এটাই একমাত্র পথ। এই কারণেই আমাদের দেশে শিক্ষকদের সম্মান করা হয় এবং তাদের পিতামাতার চেয়ে উচ্চ মর্যাদা দেওয়া হয়। শিক্ষকের গুরুত্ব বোঝাতে, বাংলাদেশে প্রতি বছর শিক্ষক দিবস পালিত হয়। র্যালিতে অংশ নেন শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরাসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি