পঞ্চগড়ে হত দরিদ্র নারীদের ছাগল পালন বিষয়ক কর্মশালা
হত দরিদ্র নারীদের ছাগল পালনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় পঞ্চগড়ে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন ফেডারেশন ওই কর্মশালার আয়োজন করে।
বৃহস্পতিবার ফেডারেশন ভবনে ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা
ডা. মো. শহিদুল ইসলাম। ফেডারেশন চেয়ারম্যান আবেদ আলীর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভিএফএ ঝর্ণা রাণী রায়, আরডিআরএস বাংলাদেশ এর ফিল্ড ফ্যাসিলিটেটর শাহজাহান আলী ও ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ১০ম কিস্তিতে ২২জন হত দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ২টি করে ছাগল প্রদান করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি