সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত
বৃহসপতিবার সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শিক্ষক দিবস -২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক। সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শফিয়ার রহমান সরকার।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান আসাদ, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাসিমা বাণু, আইসঢাইল খিয়ারপাড়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা মো. আফজাল বিন নাজির, একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শাকিল হোসেন ও তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান খান প্রমুখ। পুরো আলোচনা সভাটি সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।
এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বাদ্য বাজনা ছাড়াও অংশগ্রহনকারী শিক্ষক-শিক্ষিকারা হাতে ফেস্টুন, প্লাকার্ড বহন করেন। পরে র্যালিটি দিবসের আলোচনা সভাস্থল সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: