পঞ্চগড়ের ঐতিহ্যবাহী মীরগড় আদর্শ পাঠাগারের সূবর্ণ জয়ন্তীর উৎসব শুরু
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড় সদর উপজেলার ঐতিহ্যবাহী মীরগড় আদর্শ পাঠাগারের সুবর্ণ জয়ন্তী উৎসব শুরু হয়েছে। দুইদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার মীরগড় ময়নউদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে বিভিন্ন ইভেন্টে বিভিন্ন বয়সী দুই শতাধিক খেলোয়ার অংশ নেয়। সকালে মকবুলার রহমান সরকারি কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সাইখুল ইসলাম ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। এসময় পাঠাগারের সহসভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জালাল উদ্দীন আহাম্মদ, মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আজম, এ কে আজাদ, তফসেরুল ইসলাম, আব্দুস সালাম মিঠুনসহ পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাঠাগার কর্তৃপক্ষ ‘দোয়েল’ নামে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করেছে।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের বা হাতি মিডিয়াম ফাস্ট বোলার মীরগড়ের মেয়ে ফারিহা ইসলাম তৃষ্ণা, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. উম্মে সালমা সুলতানা ও কৃষিবিদ আশরাফ সিদ্দিকী বাদলকে কৃতি সম্মাননা ও প্রবীণ শিক্ষক আলহাজ্ব আলতাফ হোসেনকে গুণীজন ও ১৯ জন প্রতিষ্ঠাতাকে সম্মাননা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পঞ্চগড় প্রতিনিধি