বর্ণাঢ্য আয়োজনে শাজাহানপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
‘কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র, শন্তি-শৃংখলা সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ আয়োজনে শনিবার সকালে উপজেলার রাণীরহাট বন্দরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ আবু জাফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-
সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য আসাদুর রহমান দুলু, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। থানা পুলিশিং
কমিটির সদস্য রোটারিয়ান মেজবাউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি আব্দুল্লাহ্ধসঢ়; আল মামুন, থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ, আশেকপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক, পৌর কাউন্সিলর আল মামুন, পুলিশিং কমিটির নেতা আব্দুল বারী মন্ডল, মেহের আলম, আব্দুল কাদের, ছানাউল হক, আব্দুল হাদি প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: