কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে’র র্যালি ও আলোচনা সভা
সামাজিক অসংগতি, অন্যায়, অপরাধের কারণ নির্ণয় ও পদক্ষেপ গ্রহণ, মাদক, জুয়া, বাল্য বিবাহরোধসহ অপরাধ দমনে পুলিশিং কমিটি কিশোরগঞ্জে মডেল হবে বলে বক্তারা ব্যক্ত করেন। নীলফামারীর কিশোরগঞ্জ থানা চত্ত্বরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব বক্তব্য উঠে আসে।
দুপুরে থানা চত্ত্বর থেকে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও থানায় ফিরে তা শেষ হয়। পরে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মোঃ রশিদুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বাবুল।
স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহিদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম শরিফ, প্রেস ক্লাবের আহ্বায়ক আবু হাসান শেখ (হাসান তনা), যুগ্ম আহ্বায়ক খাদেমুল মোরছালিন শাকির, উপজেলা কৃষক লীগের সভাপতি বাবু মিথুন চন্দ্র রায় প্রমুখ। এতে অংশগ্রহণ করে জনপ্রতিনিধি, উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিকগণ।

কিশোরগঞ্জ(নীলফামারী)থেকে