পার্বতীপুরে কমিউনিটি পুলিশিংয়ের অনুষ্ঠান
"কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র" এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি পার্বতীপুর মডেল থানা চত্ত্বর থেকে বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিস চত্বরে এসে শেষ হয় এবং কৃষি অফিসের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমেনিন মোমিন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু।
আলোচনা সভায় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ, মজিবর রহমান, একরামুল হক ও মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার রিয়াজ মাহমুদ ও পার্বতীপুর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।
কমিউনিটি পুলিশিংয়ের সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সমাজ থেকে মাদক ও বিভিন্ন ধরনের অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার আহবান জানান । পার্বতীপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ