বগুড়ায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বগুড়ার সদরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় ফুয়াদ হোসেন (২০) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী কাইয়্যুম হাসান (২০)। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার সকাল ১১ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বাঘোপাড়া বন্দরে এ ঘটনা ঘটে৷। নিহত ফুয়াদ হোসেন বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি বেসরকারি পলিটেকনিক টিএমএসএস এ ইলেক্ট্রনিক বিভাগের শেষ বর্ষের ছাত্র।
বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ আলী।
বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মন্তাজ আলী।
তিনি জানান, ফুয়াদ ও তার বন্ধু মোটরসাইকেলে করে বগুড়া শহর থেকে মহাস্থানগড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বাঘোপাড়া বন্দরে রংপুর থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফুয়াদকে মৃত ঘোষণা করেন।
এদিকে ফুয়াদের বাবা আব্দুল হান্নান বলেন, কোন বাস কি করেছে সে কিছুই জানেনা।এবারই আমার ছেলে পড়াশোনা শেষ করতো। ছেলেকে ঘিরে সকল স্বপ্ন তার শেষ হয়ে গেলো।
এদিকে ফুয়াদের বাবা আব্দুল হান্নান বলেন, কোন বাস কি করেছে সে কিছুই জানেনা।এবারই আমার ছেলে পড়াশোনা শেষ করতো। ছেলেকে ঘিরে সকল স্বপ্ন তার শেষ হয়ে গেলো।
এসআই মন্তাজ আলী আরও জানান, এই ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অজ্ঞাত বাসকে শনাক্তে তারা কাজ করছেন।

ষ্টাফ রিপোর্টার