সাপাহারে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
নওগাঁর সাপাহারে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত আর এম টি পি প্রকল্পের আওতায় উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রাসারণ ও বাজারজাতকরণ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় প্রকল্প কার্যালয়ে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন ঢাকা এর সহযোগিতায় ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থা’র বান্তবায়নে উচ্চ মূল্যের ফল ফসলের জাত সম্প্রাসারণ ও বাজারজাতকরণ শীর্ষক চেইন উপ প্রকল্পের আওতায় উচ্চ মূল্যের ফল ফসল চাষে জৈব সারের ব্যবহার বৃদ্ধি, ফল সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ সংক্রান্ত দাবী মৌলিক উন্নয়ন সংস্থা’র সাথে কাজী ফার্মস লিমিটেড,মামা ভাগ্নে ফুড প্রডাক্টস,আলামিন ফুড প্রডাক্টস ও মিতু ফুড প্রডাক্টস এর সহিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
এর উদ্দেশ্য নওগাঁ জেলার সাপাহার ও পত্নীতলা উপজেলার ৫ হাজার জন লক্ষ্যভুক্ত সদস্যকে জৈব সারের ব্যবহার সম্পর্কে উদ্বুদ্ধকরণ এবং উৎপাদিত ফল ও ফসল সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ নিশ্চিতকরণ।
এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রজেক্টের প্রজেক ম্যানেজার কৃষিবিদ মো: আলী রেজা আল মামুন, কাজী ফার্মস লিমিটেডের কৃষিবিদ মো: রবিউল আওয়াল রিজিওন ইনচার্জ বগুড়া,উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা আতউর রহমান সেলিম,বিভিন্ন ফুড প্রডাক্টস এর প্রোপাইটারগণ,সাপাহার শাখা ব্যবস্থাপক এবং অঠঈঋ গণ।
Rural Microenterprise Transformation Project (RMTP) প্রকল্পটি IFAD এর অর্থায়নে PKSF এর সহযোগীতায় ১০টি সহযোগী সংস্থার মাধ্যমে দেশব্যাপী বিস্তারিত হচ্ছে।

সাপাহার ( নওগাঁ) প্রতিনিধিঃ