প্রকাশিত : ১ নভেম্বর, ২০২২ ১৯:০১

রেলওয়ে জংশনে অবাধে গরু ছাগলের বিচরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
রেলওয়ে জংশনে অবাধে গরু ছাগলের বিচরণ

কয়েক কোটি টাকা ব্যয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন ষ্টেশনের আধুনিকায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে।

নতুন করে ষ্টেশনের প্লাটফর্ম প্রশস্থ, উচুকরন,ষ্টেশনের চারিপাশ জুড়ে প্রাচীরসহ লোহার এ্যাংগেল দিয়ে ঘেরাও করা হলেও ষ্টেশন এলাকায় গরু ও ছাগলের অবাধ বিচরন বন্ধ হয়নি। প্রতিদিন দলবেধে গরু ছাগল ষ্টেশনের প্লাটফর্ম ও রেললাইনের মধ্যে অবাধে বিচরন করলেও এসব গরু ছাগলের বিচরণ বন্ধে কর্তৃপক্ষ উদাসীন ভূমিকা পালন করছে বলে যাত্রীদের অভিযোগে জানা গেছে। গরু ছাগলের বিচরনের কারনে প্লাটফর্মে অবস্থান করা ট্রেন যাত্রীদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।

সরেজমিন ষ্টেশন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিদিন সকাল থেকে অনেক রাত পর্যন্ত গরুর দল ষ্টেশনের প্লাটর্ফম ও রেললাইনের মাঝে বিচরন করে। কখনও এসব গরু ও ছাগলের সাথে মালিকদের দেখা যায় না। ষ্টেশনে কর্মরত শ্রমিকরা জানান, ভোর বেলা গরুর মালিকরা দুর থেকে
গরু ষ্টেশন এলাকায় ছেড়ে দিয়ে চলে যান। দিনভর এসকল গরুর দল অবাধে ষ্টেশনের বিভিন্ন এলাকায় বিচরন করে। ষ্টেশনের শ্রমিক এমদাদুল হকসহ কয়েকজন বলেন, গরুর দল প্লাটফর্মে অবস্থান করা ট্রেন যাত্রীদের অনেক খাবার খেয়ে ফেলে। ষ্টেশনের টি ষ্টলের মালিক আবু সাইদ
বলেন, গরুর অত্যাচারে আমরা দোকানে কলাসহ অন্যান্য পণ্য নিরাপদে রাখতে পারিনা। দলে দলে গরু ষ্টেশনে ঘুরে বেড়ালেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয় না। ষ্টেশনের ওয়াক্তিয়া মসজিদের মুসল্লী টুকু সরদার বলেন, গরুর দল মসজিদের আশপাশে মলমুত্র ত্যাগ করায় মুসল্লীদের সমস্যায় পড়তে হয়। ট্রেন যাত্রী তাসলিমা বেগম বলেন, বিশাল আকৃতির গরুর ভয়ে শিশুদের নিয়ে বিপদে পড়তে হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর দুটি গরু ট্রেনে কেটে মারা গেছে। এরপরও গরুর অবাধ বিচরন বন্ধ হয়নি।

সান্তাহার জংশন ষ্টেশনের ষ্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, সচারচর এসব গরুর মালিকদের খুজে পাওয়া যায় না। আশপাশের গ্রাম থেকে এসব গরু ষ্টেশন এলাকায় আসে। এরপরও অনেকবার রেল নিরাপত্তা বাহিনী ও পুলিশের সহয়তায় গরু ধরে আটকে রাখা হয়েছে। পরে কেউ
নিতে না আসায় পরে ছেড়ে দিতে হয়েছে। এলাকায় খোয়ার ব্যবস্থা না থাকায় বিড়ম্বনায় পরতে হচ্ছে ।

উপরে