প্রকাশিত : ২ নভেম্বর, ২০২২ ২২:২০

পার্বতীপুরে নৌকা মার্কা প্রতীক নিয়ে আমজাদ হোসেন মেয়র নির্বাচিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে নৌকা মার্কা প্রতীক নিয়ে আমজাদ হোসেন মেয়র নির্বাচিত

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ আমজাদ হোসেন মেয়র নির্বাচিত হয়েছেন। বুধবার (২ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সীমানা জটিলতার কারনে দীর্ঘ প্রায় ১২ বছর পর অনুষ্ঠিত পার্বতীপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত মোঃ আমজাদ হোসেন নৌকা মার্কা প্রতীক নিয়ে ১২ হাজার ৭৬৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। মেয়র পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি পন্থী সতন্ত্র প্রার্থী নারিকেল গাছ মার্কা প্রতীক নিয়ে এজেডএম মেনহাজুল হক ৯ হাজার ২১০ ভোট পেয়েছেন। ভোটের ব্যবধান ৩ হাজার ৫৬৬।

প্রথম শ্রেণির পৌরসভা পার্বতীপুরের ৯ টি ওয়ার্ডের ৩৩ হাজার ৩৯৯ জন ভোটার ১৩ টি ভোট কেন্দ্রের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। শান্তিপূর্ন ভাবে এই ভোট সম্পন্ন হয়।

নব নির্বাচিত মেয়র মোঃ আমজাদ হোসেন তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করায় পৌর বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন।

উপরে